আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ বিক্ষোভ হয়। এসময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ ফ্যাসিস্টদের ফেরানোর ষড়যন্ত্র চলছে। ছাত্র-জনতার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম চলবে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদেরও পরিণতি ফ্যাসিস্টদের মতো হবে।
বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, আওয়ামী লীগের মতো খুনি ফ্যাসিস্ট বাহিনীর উদ্দেশে বলছি— আপনারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবেন না। ঠিক যেভাবে হাসিনাকে সরানো হয়েছিল, বাংলার জনগণও আপনাদের সরিয়ে দিতে এক মুহূর্তও ভাববে না।
সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে তা আমাদের জীবন ও মৃত্যুর বিনিময়ে হবে।
পরীক্ষামূলক কার্যক্রম চলছে। News Room E-mail: timesbd18@gmail.com
© স্বত্ব দি টাইমস বিডি ২৪ (২০২৪)