ছাত্র-জনতার সফল গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন গত ৫ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে গুরুতর আহত স্কুলছাত্র জুনায়েদ ইসলাম রাতুলকে (১২) আর বাঁচানো গেল না।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
রাতুলের বাবা জিয়াউর রহমান জানান, গত ৫ আগস্ট সকাল থেকেই বগুড়া শহরের বড়গোলা এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভে ছিল রাতুল। বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্র-জনতার মিছিলটি যখন বগুড়া সদর থানার দিকে এগোচ্ছিল, সে সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় সে।
তিনি আরও জানান, শারীরিক অবস্থার অবনতি হলে রাতুলকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ১ মাস ২০ দিন পর সোমবার ভোরে হাসপাতালে মারা যায় সে।
জিয়াউর রহমান জানান, দুপুর ২টায় রাতুলের মরদেহ হাসপাতাল থেকে জানাজার জন্য রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বগুড়া শহরের হাকির মোড় এলাকায় নিয়ে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
পরীক্ষামূলক কার্যক্রম চলছে। News Room E-mail: timesbd18@gmail.com
© স্বত্ব দি টাইমস বিডি ২৪ (২০২৪)