নোয়াখালী সোনাইমুড়ী থানায় দুষ্কৃতিকারীদের আক্রমণ ও অগ্নিসংযোগে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নিহত পুলিশ সদস্য মো. ইব্রাহীমের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (১২ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।
গ্রেফতাররা হলেন- সোনাইমুড়ী পৌরসভার নাইম হোসেন(২১), জয়াগ ইউনিয়নের ইমাম হোসেন প্রকাশ ইমন (২২), সোনাইমুড়ী পৌরসভার নাহিদুল ইসলাম (১৬)।
জেলা পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তির সহায়তা আসামি নাইম হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে মোবাইল ফোনের ডায়াল লিস্ট পর্যালোচনা করে পুলিশ সদস্য মো. ইব্রাহীমক হত্যায় তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী আরেক আসামি ইমাম হোসেন প্রকাশ ইমন থেকে ২টি মোবাইলফোন জব্দ করা হয়। ওই মোবাইল ফোনগুলো অনুসন্ধান করে তাদের হত্যার বিষয়ে ভয়েস রেকর্ড পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে করলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম, চাটখিল সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস উপস্থিত ছিলেন।
পরীক্ষামূলক কার্যক্রম চলছে। News Room E-mail: timesbd18@gmail.com
© স্বত্ব দি টাইমস বিডি ২৪ (২০২৪)