নিঝুমবাগ সমাজ কল্যাণ সংঘের সভাপতি জোবায়ের ও সাধারণ সম্পাদক রকি নির্বাচিত

সারাদেশ

রাজধানী ডেমরায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আল ফালাহ মডেল স্কুলে নিঝুমবাগ সমাজ কল্যান সংঘ এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সংঘের ১৮০ জন সদস্যের সরাসরি ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

“সুন্দর সমাজ বিনির্মাণে মানবতার সেবায় ঐক্যবদ্ধ” এই শ্লোগান কে সামনে রেখে পথচলছে নিঝুমবাগ সমাজ কল্যাণ সংঘ পরিবার।

নির্বাচন শেষে ভোট গণনা করে নির্বাচন কমিশন আব্দুল কাদের মাসুদ ও মেহেদী হাসান শরিফ ফলাফল ঘোষণা করেন, নব-নির্বাচিত সভাপতি মোঃ মইনুদ্দীন আহমেদ (জোবায়ের), নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রকি নির্বাচিত হন।