কুড়িগ্রামে ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা শাখা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর কুড়িগ্রাম জজ কোর্ট মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর বাজার হয়ে ইসলামী ব্যাংকের সামনে সিংহচত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুকুল হোসেন এবং পরিচালনায় ছিলেন জেলা সেক্রেটারি মোশাররফ হোসেন।
সমাবেশে জেলা সভাপতি বলেন, "ফিলিস্তিনে মুসলিম ভাই-বোনদের ওপর ইসরাইলের নির্মম হামলা বিশ্ব মুসলিমদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। শিশুদের হত্যা, পরিবারগুলোকে বিচ্ছিন্ন করা এবং ঘরবাড়ি ধ্বংস করার মাধ্যমে ইসরাইল মানবতার বিরুদ্ধে অপরাধ করে চলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে জালিম শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।"
সমাবেশে জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরীক্ষামূলক কার্যক্রম চলছে। News Room E-mail: timesbd18@gmail.com
© স্বত্ব দি টাইমস বিডি ২৪ (২০২৪)