প্রখ্যাত ইসলামী সংগীতজ্ঞ, গীতিকার, সুরকার ও শিল্পী মুহিব খানের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক সংগঠন ‘জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’।
শনিবার রাজধানীর পল্টনের একটি অভিজাত মিলনায়তনে দেশের স্বনামধন্য কবি, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক, চিন্তক ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে ও উপস্থিতিতে সংগঠনের কমিটি ঘোষণা করেন জাগ্রত কবি মুহিব খান।
অনুষ্ঠানে বরেণ্য কবি ও রাষ্ট্রচিন্তক জাগ্রত কবি আল্লামা মুহিব খানকে সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রশিদ আহমদ ফেরদৌসকে সিনিয়র সহ-সভাপতি, শিল্পী ও কাউসার আহমদ সুহাইলকে সাধারণ সম্পাদক, জনপ্রিয় শিল্পী ও সংগঠক মোহাম্মদ বদরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
একইসঙ্গে সংগঠনটির বার্ষিক সাধারণ কর্মসূচি প্রকাশ করা হয়।
এসময় সভাপতির বক্তব্যে আল্লামা মুহিব খান বলেন, দেশ, জাতি, ধর্ম, সত্য ও মানবতার পক্ষে সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশের মাধ্যমে একটি সর্বজনীন সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে পথ চলা শুরু করেছে জাতীয় সংস্কৃতিক কেন্দ্র।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে শিল্পী ও সংগঠক মাঈনুদ্দিন ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজধানীর পীর ইয়ামেনি মসজিদের খতিব মুফতী ইমরানুল বারী সিরাজী, এম কামরুজ্জামান, মুফতী আফজাল হোসাইন, আব্দুল গাফফার, ইব্রাহিম কোব্বাদী, ইলিয়াস হাসান, রায়হানুল কাবীর, হাসিব আর রাহমান, আহমদ আবু জাফর, খন্দকার হোসাইন আহমদ, মুহিব ইমতিয়াজ, রফিকুল্লাহ সাদী প্রমুখ।
পরীক্ষামূলক কার্যক্রম চলছে। News Room E-mail: timesbd18@gmail.com
© স্বত্ব দি টাইমস বিডি ২৪ (২০২৪)