গীতিকার আবদুল কাদির হাওলাদার আর নেই

বিনোদন

ইসলামী সঙ্গীতের গীতিকার আবদুল কাদির হাওলাদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (২০ নভেম্বর) আনুমানিক সকাল ৭টায় কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

জানা যায়, কিছুদিন আগে তৃতীয় বারের মতো হার্ট স্ট্রোক হয় গীতিকার আবদুল কাদির হাওলাদারের। তারপর তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

গীতিকার আবদুল কাদির হাওলাদার ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবসহ বিভিন্ন শিল্পিগোষ্ঠীর সাথে কাজ করেছেন।

গীতিকার আবদুল কাদির হাওলাদারের জানাযার নামাজ আজ মঙ্গলবার (২০ নভেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর শনির আখড়া ছাপরা মসজিদে অনুষ্ঠিত হবে।

‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে, ‘কত জানাযার পড়েছি নামাজ’-সহ অনেক জনপ্রিয় ইসলামী সঙ্গীতের লেখক তিনি।

তার ইন্তেকালের গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতী ইমরানুল বারী সিরাজী।