
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা সমাবেশে যোগ দিতে গিয়ে আটকের শিকার হয়েছেন প্রায় চার হাজারেরও বেশি সমর্থক। যার মধ্যে পাঁচজন পার্লামেন্টের সদস্য রয়েছেন।
পাঞ্জাব প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা শাহিদ নওয়াজ গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ইমরান খানের ডাকা সমাবেশ ব্যর্থ করতে ইতিমধ্যে রাজধানী ইসলামাবাদকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। রাজধানীর প্রবেশ মুখ ও প্রধান স্থান গুলোতে বড় বড় কন্টেইনার ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছে।
তিনি জানান, ইমরান খানের ডাকা সমাবেশ ব্যর্থ করতে ইতিমধ্যে রাজধানী ইসলামাবাদকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। রাজধানীর প্রবেশ মুখ ও প্রধান স্থান গুলোতে বড় বড় কন্টেইনার ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। এমন ডাককে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। তার ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী অভিমুখে যাত্রা শুরু করেছে ইমরান খানের সমর্থকেরা।
সূত্র: আল জাজিরা