
জাতিসংঘের সংস্থা (ইউএনআরডাব্লুএ) জানিয়েছে, গাজায় গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ইউএনআরডাব্লুএ এতথ্যটি জানায়।
আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশার কথা তুলে ধরে ইউএনআরডাব্লিউএ বিবৃতিতে বলেছে, এটি বিশ্বের দীর্ঘতম অমীমাংসিত শরণার্থী সংকট হিসেবে রয়ে গেছে।
১৯৪৭ সাল থেকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবসটি ওই বছর ২৯ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত রেজুলেশন ১৮১ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রস্তাবে ফিলিস্তিনকে ‘আরব’ ও ‘ইহুদি’ রাষ্ট্রে বিভক্ত করার আহ্বান জানানো হয়।
২০২২ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের বিরোধ শুরু হয়। এরপর থেকে আজ পর্যন্ত গাজায় প্রায় ৪৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরাইল।
গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে।