
আকস্মিক এক সরকার বিরোধী বিক্ষোভে সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে প্রবেশ করেছে বিদ্রোহীরা। শুক্রবার (২৯ নভেম্বর) বিদ্রোহীদের নিয়ে গঠিত নতুন জোট ‘দ্য মিলিটারি অপারেশন্স কমান্ড’ এই তথ্য জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২০১৬ সালে বিদ্রোহীদের আলেপ্পোকে থেকে সরিয়ে দেয় সিরিয়ান সেনাবাহিনী। দীর্ঘ ৮ বছর পর আবার আজ আবারও সেখানে প্রবেশ করেছে তারা।
দ্য মিলিটারি অপারেশন্স কমান্ড বিবৃতিতে বলেছে, আমাদের সৈন্যরা আলেপ্পো শহরে প্রবেশ শুরু করেছে।
এর আগে সিরিয়ান সেনাবাহিনী জানিয়েছিলো , তারা ‘জঙ্গি সংগঠনের বড় হামলা’ প্রতিহত করছে। এদিকে সেনাবাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত। এছাড়া তাদের কাছে ড্রোনও আছে।
‘দ্য মিলিটারি অপারেশন্স কমান্ড’ থেকে আগে জানানো হয়, এর আগে তারা আলেপ্পোর উপকণ্ঠে সিরিয়ান সরকারের সামরিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র দখল করেছে। এটি দখলে সরকারি বাহিনী ও ইরানি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তীব্র লড়াই হয়েছে বলেও দাবি করে তারা।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস লক্ষ্য করে কামান হামলার ঘটনা ঘটে। দেশটির সরকার জানিয়েছে, এতে চারজনের মৃত্যু হয়েছে। যদিও বিদ্রোহীরা চার শিক্ষার্থীর মৃত্যুকে ‘মিথ্যা তথ্য’ হিসেবে দাবি করেছে। বিদ্রোহীদের মুখপাত্র বলেছেন, এটি সরকারের ভিত্তিহীন মিথ্যা।
এদিকে গত বুধবার সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে বিদ্রোহীরা। তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট বাশার ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় টিকে রয়েছেন।
সূত্র: সিএনএন