আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে বৈঠক করলেন আফগান রাষ্ট্রদূত

আন্তর্জাতিক

আবুধাবিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূতের সাথে আবুধাবিতে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান।

শনিবার (৩০ নভেম্বর) এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই বৈঠকে, আফগানিস্তানের বর্তমান অবস্থা, সাম্প্রতিক উন্নয়ন কর্মকান্ড ও বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়েছে।

পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে থাকা আফগান কারাবন্দীদের নিজ দেশের জেলে স্থানান্তরিত করার আহ্বান জানিয়েছেন আফগান রাষ্ট্রদূত বদরুদ্দীন হাক্কানি। এছাড়াও আফগানদের জন্য আরব আমিরাতের ভিসা সহজতর করারও আহ্বান জানানো হয়।

আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, এই বৈঠকে উভয়েই আফগানিস্তানের অর্থনৈতিক ও নিরাপত্তা অবস্থা নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে আফগানিস্তানে বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধাও তুলে ধরা হয় আরব আমিরাতের প্রেসিডেন্টের কাছে।

সূত্র: তোলো নিউজ