
উজবেকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী জামশেদ খোদজায়েভের সঙ্গে একটি বৈঠক করেছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল সালাম হানাফী।
বৈঠকটি রবিবার (১ ডিসেম্বর) উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অনুষ্ঠিত হয়।
বৈঠকে, আফগানিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রস্তুত উজবেকিস্তান বলে জানান দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী জামশেদ।
তিনি বলেন, খনি, বাণিজ্য পণ্য, কৃষির উন্নয়ন ও পণ্য পরিবহন ও যাতায়াতের জন্য ট্রানজিট সুবিধা সহজতর করার লক্ষ্যে আফগানিস্তানের সাথে একত্রে কাজ করতে প্রস্তুত উজবেকিস্তান।
এছাড়াও আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ আগের তুলনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলেও জানান জামশেদ। তিনি বলেন, এই অগ্রগতি অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে উজবেকিস্তানের টার্মেজ শহরে নির্মিত বাণিজ্য কেন্দ্রটি।
এদিকে, দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য উজবেক সরকারের ভূয়সি প্রশংসা করেছেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী। পাশাপাশি দীর্ঘমেয়াদী ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার উপরও জোর দিয়েছেন তিনি।
বৈঠকে, তাশখন্দ ও কাবুলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেশি শক্তিশালী ও প্রসারিত করার জন্য আফগানিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মাওলানা হানাফি। একই সঙ্গে আফগানিস্তানে উজবেক ব্যবসায়ীদের বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।
সূত্র: আরটিএ