
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
আজ (৫ ডিসেম্বর) একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, বর্বর এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেছেন মধ্য গাজার দেইর আল-বালাহর একজন চিকিৎসক।
অপ্রতুল চিকিৎসা সেবা, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং অপর্যাপ্ত চিকিৎসা কর্মীর কারণে অনেকেই জীবন হারানোর আশঙ্কার মধ্যে রয়েছেন।
খান ইউনিসের কাছে আল-মাওয়াসি তাঁবু ক্যাম্পে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন। আহত হয়েছেন বহু মানুষ। আল-মাওয়াসি অঞ্চলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান হতাশা বিরাজ করছে।
এছাড়া গাজা শহরের তিনটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। মধ্য গাজায় তিনটি বিমান হামলায় ছয় শিশু ও একজন চিকিৎসকসহ ১১ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন একটি বেকারি দোকানের বাইরে লাইনে দাঁড়িয়ে ছিলেন।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৩২ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।