ডা. শফিকুর

জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব। এই গণবিপ্লবের চেতনা পাশ কাটিয়ে আমাদের দল এবং কোনো দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করে। যারাই হাঁটবেন তাদেরও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে। তার পরিণতিতে সেখানেই পৌঁছতে হবে।

আমি আমার দলকেও সতর্ক করছি এবং সব রাজনৈতিক দলকে সতর্ক করছি। জনগণের চেতনার বিপক্ষে আমরা কেউ যেন না দাঁড়াই। আমাদের অবশ্যই জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য দাবি যদি থাকে সেই দাবি পাশ কাটানোর চেষ্টা বা দুঃসাহস আমরা যেন কেউ না দেখাই।

যদি জনগণের মধ্য থেকে কোনো একটি বিশেষ মহল জাতিকে প্রতারিত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য কোনো কিছু নিয়ে আসে সেক্ষেত্রেও আমাদের ঐক্য থাকবে তাদের প্রতিহত করার জন্য। এ জায়গায় কোনো ছাড় নেই। গাজীপুরের একটি কনভেনশন সেন্টারে গতকাল সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।