আওয়ামী লীগের মতো আর কোনো স্বৈরাচার শাসক যেন বাংলাদেশের ক্ষমতায় না বসে সে ব্যাপারে দেশবাসীকে সোচ্চার থাকতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুয়ালালামপুরে একটি হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার ‘চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সম্মেলনে আগামী ২০২৫-২৬ সেশনে, হাফেজ মাওলানা মুফতি আমিরুল ইসলামকে সভাপতি, মাওলানা আব্দুল করিমকে সিনিয়র সহ-সভাপতি ও মাওলানা গাজী আবু হোরায়রাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৫ সদস্যবিশিষ্ট মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে ও জনমানুষের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল দলের সঙ্গে একতা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। চেষ্টা করছে ইসলামী দলগুলো যেন অন্তত একটি একক শক্তি হিসেবে আগামীতে নির্বাচনে যেতে পারে।
অতীতে আওয়ামী লীগ ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিরোধীদল করার প্রস্তাব দিয়েছিল উল্লেখ করে গাজী আতাউর রহমান আরও বলেন, ‘আমরা সেই প্রলোভনের ফাঁদে পা দেইনি। আমরা জনগণের কল্যাণে ও দেশের বৃহৎ স্বার্থে সবসময়ই জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও সেটিই অব্যহত থাকবে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় এবং একইসঙ্গে পিআর পদ্ধতিতে নির্বাচনের জোরালো দাবিও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা।
এদিকে, সভায় মালয়েশিয়ার বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ বিমানের সিন্ডিকেট ভেঙে এয়ার টিকিটের মূল্য কমানো ও পাসপোর্ট নবায়ন সমস্যা দূরীকরণে প্রধান উপদেষ্টার নিকট কার্যকরী পদক্ষেপের দাবি জানান।
হিফজুর রহমান জামিলের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে বক্তব্য দেন মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম, এসিসট্যান্ট সেক্রেটারি আর এম রুবেল আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আহ্ববায়ক তৌফিকুর রহমান মাহফুজসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা কমিটির সভাপতিবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় দেড়শতাধিক নেতাকর্মী।
পরীক্ষামূলক কার্যক্রম চলছে। News Room E-mail: timesbd18@gmail.com
© স্বত্ব দি টাইমস বিডি ২৪ (২০২৪)