
ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর অজুহাত নয়, ব্যর্থতার দায় মাথা পেতে নিলেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। সিরিজ হারের জন্য বাজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংকে দায়ী করলেন তিনি। তবে দলে এখনও উন্নতির সুযোগ দেখেন এই ব্যাটার।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের যাত্রা ২০০৬ সালে। ১৮ বছর পেরিয়ে গেলেও এখনও টি-টোয়েন্টিতে আনাড়ি টাইগাররা। ভারত সফরে টেস্টের পর টি-টোয়েন্টিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ দল। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং; কোথাও প্রতিপক্ষের ধারে কাছে ছিল না নাজমুল হোসেন শান্তর দল। এটা অকপটেই স্বীকার করলেন হৃদয়।
বাংলাদেশি ব্যাটার ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বলেন, শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি, পুরো সিরিজজুড়ে। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; সব জায়গাতেই ইম্প্রোভ করার করার সুযোগ আছে। আমার কাছে যেটা মনে হয়, আজকের দিনটায় ওরা (ভারত) অনেক ভালো ব্যাটিং করেছে। আমরা আরও ভালো বল করতে পারতাম। কিছু জায়গা ছিল, যেখানে আরও ভালোভাবেস এক্সিকিউশন করতে পারতাম। করতে পারিনি, আশা করি এখান থেকে ভালোভাবে শিখতে পারব।
টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচেই টাইগারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। প্রতিটি ম্যাচেই হারের ব্যবধান ছিলো বিস্তর। আর শেষ ম্যাচে বোলারদের পারফরম্যান্স এতটাই হতশ্রী যে, ভারত তাতে সংগ্রহ করে তাদের রেকর্ড টি-টোয়েন্টির সর্বোচ্চ রান। তাতেই ১৩৩ রানের বিশাল ব্যবধানের হার।
তবে কোনো অজুহাত নয়, ব্যর্থতার পুরো দায় নিজেদের কাঁধে নিলেন তাওহীদ হৃদয়। আর ম্যাচে উইকেট না বোঝার কথাও মেনে নিলেন এই ব্যাটার। হৃদয় বলেন, বেশীরভাগ খেলোয়াড় আমরা উইকেট বুঝতে পারিনি। অধিকাংশ ম্যাচই মিরপুরে খেলি, চট্টগ্রামে যখন ম্যাচ হয়, তখন বুঝতে পারি কেমন খেলা হবে। একেকদিন একেক ধরনের উইকেট প্রেডিক্ট করাটা টাফ হয়ে যায় আমাদের জন্য। যদি ভালো উইকেটে খেলতে থাকি, রাতারাতি উন্নতি করতে পারব না। ডে বাই ডে স্লোলি ইম্প্রোভ করব, ইনশাল্লাহ।