কিছুদিন আগেই সবাইকে শোকের সাগরে ভাসিয়ে আচমকা না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের ম্যাচ চলাকালীন সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। জিয়াকে হারিয়ে অথৈ সাগরে পড়ে যাওয়া তার পরিবারের পাশে এবার দাঁড়ালেন তামিম ইকবাল।
গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুর পর অনেকেই তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বেশ কয়েকমাস পেরিয়ে গেলেও সেভাবে কেউ এগিয়ে আসেননি। বাবার স্বপ্নপূরণ করতে সুপার গ্র্যান্ডমাস্টার হতে চান তাজওয়ার জিয়া। এজন্য আর্থিক সহায়তার প্রয়োজন। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে তাওজয়ারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন তামিম ইকবাল।
এই সময় জিয়ার স্ত্রী তাসমিন সুলতানাও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের তাসমন সুলতানা বলেন, উনি (তামিম) আমার সঙ্গে কথা বলেছেন। উনি তো আসলে বাংলাদেশে ক্রিকেট জগতের ভালো একজন খেলোয়াড়। আমার ছেলের ব্যাপারে কথা বলেছেন। জিয়াকে সম্মান করেছেন। আমার ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছেন। আপনাদের কাছে আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার। এটার জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সবকিছু ভালো হবে। উনি আমার ছেলেকে ভালো উপদেশ দিয়েছেন। সুন্দর সুন্দর কথা বলেছেণ। উনি সবসময় পাশে থাকবেন বলেছেন।
দেশসেরা ওপেনার তামিমের সাথে আলাপ করতে পেরে দারুণ খুশি তাজওয়ার, উনিতো অনেক বড় একজন ক্রিকেটার বাংলাদেশের। উনার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। উনি অনেক পরামর্শ দিয়েছেন জীবনের ব্যাপারে। এটা অনেক বড় অনুপ্রেরণা ছিল। উনি বলেছেন দাবার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে।
পরীক্ষামূলক কার্যক্রম চলছে। News Room E-mail: timesbd18@gmail.com
© স্বত্ব দি টাইমস বিডি ২৪ (২০২৪)