আড়াই দিনেরও কম সময়ে দাপুটে জয় তুলে নিল অস্ট্রেলিয়া

খেলাধুলা

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার সামনে খড়কুটোর মত উড়ে গেছে ভারত। মাত্র আড়াই দিনে শেষ হওয়া ম্যাচে ১০ উইকেটে জিতেছে অজিরা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া, সেই রান হেসেখেলে ছুঁয়ে ফেলেছে অজিরা। এমন জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফেরালো অস্ট্রেলিয়া। 

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। দিনের শুরুতেই ৩১ বলে ২৮ রান করে মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন রিশভ পান্ট। শেষ দিকে নিতিশ কুমার রেড্ডি কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তবে খুব একটা লম্বা হয়নি তার ইনিংসও। ৪৭ বলে ৪২ রান করে বিদায় নেন রেড্ডি। একটু পরেই মোহাম্মদ সিরাজের বিদায়ে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া, রান মোটে ১৭৫।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ছিল ১৫৭, ফলে অজিদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে বল করেছেন কেবল তিনজন পেসার, তিনজনই ছিলেন দুর্দান্ত। ৫ উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স, ৩ উইকেট নেন স্কট বোল্যান্ড। ২ উইকেট তোলেন মিচেল স্টার্ক।

১৯ রানের সহজ লক্ষ্যটা পেরিয়ে যেতে অতটা বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। হেসেখেলে পৌঁছে গেছে জয়ের বন্দরে।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা। এরই সাথে জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইটাও। বাকি তিন ম্যাচেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা যাচ্ছে। বর্ডার-গাভাস্কার ট্রফির এই সিরিজের উপরই অনেকাংশে নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট কারা হবে।