ভারতকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা

চলমান সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতকে কাঁদিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতের হারায় বাংলাদেশ। এর আগে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল।

সোমবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটায় মাঠে গড়ায় ম্যাচটি।

ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি গোলরক্ষক হিসেবে নামেন মো. আসিফ। টাইব্রেকারে আসিফই বনে যান বাংলাদেশের জয়ের নায়ক হন। ভারতের প্রথম শট তিনি প্রতিহত করেন। তাই শুরু থেকে বাংলাদেশ লীডে ছিল।

বাংলাদেশ টানা চার শটে গোল করে ভারতকে চাপে রেখেছিল। পঞ্চম শটে ভারতকে গোল করতেই হতো। প্রথম শটের মতো পঞ্চম শটও ঠেকিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলেন গোলরক্ষক আসিফ।